কারিগরি ত্রুটিতে ইন্টারনেট বিভ্রাট: বিটিআরসি

কোনো নির্দেশনা নয়, কারিগরি ত্রুটির কারণে সারা দেশে থ্রিজি-ফোরজি মোবাইল ইন্টারনেট বিভ্রাট দেখা দিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান রোববার সমকালকে এ তথ্য জানান। তিনি বলেন, ইন্টারনেট বন্ধের কোনো নির্দেশনা দেওয়া হয়নি। কারিগরি ত্রুটির কারণে সারা দেশে মোবাইল ইন্টারনেটে সমস্যা দেখা দিয়েছে।

কর্তৃপক্ষ গ্রাহকদের এ সমস্যা সমাধান করতে কাজ করছে বলে জানান তিনি।

ব্রডব্যান্ড ইন্টারনেট বিভ্রাটের বিষয়ে তিনি বলেন, এ বিষয়েও কোনো নির্দশেনা নেই। স্থানীয়ভাবে অনেকের কারিগরি ত্রুটি থাকার কারণে ইন্টারনেট সেবা ব্যাহত হতে পারে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment