পটুয়াখালীর কলাপাড়ায় ফ্রেন্ডশীপ ও লিগ্যাল এইড কমিটির ভূমিকা শীর্ষক অংশীদারিত্ব মুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ॥

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি ॥

কলাপাড়ায় অসহায় অসচ্ছল মানুষের আইনগত সহায়তা প্রদানে তৃনমুল পর্যায়ে ফ্রেন্ডশীপ ও লিগ্যাল এইড কমিটির ভূমিকা শীর্ষক অংশীদারিত্ব মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া চৌকি আদালতের বিচারক সিনিয়র সহকারী জজ মোহাম্মদ কামাল খানের সভাপতিত্বে শনিবার বেলা ১১ঘটিকায় কলাপাড়া চৌকি বিচারিক আদালতের সভা কক্ষে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। ফ্রেন্ডশীপের প্রজেক্ট ইনচার্জ তৌহিদুর রহমানের সঞ্চালনায় এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রেন্ডশীপের প্রজেক্ট ম্যানেজার জুয়েল হাসান। এসময় বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া চৌকি আদালতের লিগ্যাল এইড কমিটির সমন্বয়কারী এডভোকেট নাথুরাম ভৌমিক।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন তৌহিদুর রহমান। ফ্রেন্ডশীপের পরিচিতি তুলে ধরেন রিজিওনাল কো-অর্ডিনেটর কেএম সাইদুর রহমান। এসিস্যান্ট ফর সাসটেনেবল ডেভলপমেন্ট প্রকল্পের উপস্থাপনা করেন প্রকল্প ব্যাবস্থাপক জুয়েল হাসান। ফ্রেন্ডশীপ প্যারালিগ্যাল কর্মসূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেন অঞ্চলিক ব্যাবস্থাপক এমদাদুল হক।
মুক্ত আলোচানায় অংশ নিয়ে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু,  কলাপাড়া চৌকি আদালতের লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব এডভোকেট খন্দকার নাসির উদ্দিন, এডভোকেট মজিবুর রহমান চুন্নু প্রমুখ।
এসময় লিগ্যাল এইড কমিটির সদস্যসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment