দোহারে জমি সংক্রান্ত বিরোধে চাচাত ভাই ও তার পরিবার আহত

দোহার(ঢাকা)প্রতিনিধি:

ঢাকার দোহার উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আপন দেবর ও তার পরিবার প্রতিপক্ষ বড় ভাই ও তার পরিবারের লোকজনকে পিটিয়ে আহত করা ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধায় উপজেলার উত্তর জয়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।এ ব্যাপারে দোহার থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ দায়ের হয়েছে। স্থানীয়সূত্রে জানা যায়,গত শনিবার সন্ধার পর উপজেলার উত্তর জয়পাড়া এলাকার ইদ্রিস আলীর বাড়িতে জমি সংক্রান্ত বিষয়ে একই গোষ্টির চাচাত ভাইদের সাথে বিবাদী মোস্তফা,আব্দুল জলিল ও মুনসের আলীর সাথে আরেক চাচাত ভাই বাদী শাজজাহান,সেলিনা বেগম ও হাজেরা পক্ষের মধ্যে জমি সংক্রান্ত বন্ঠন বিষয়ে মিমাংসা চলছিল।উভয় পক্ষের অভিযোগের ভিত্তিত্বে নিষ্পত্তির লক্ষ্যে পৌর মেয়র আব্দুর রহিম মিঞা শালিস বসালে সে সময়ে বিবাদী চাচাত ভাই আব্দুল জলিল,মোস্তফা ও মুনসের আলী গংরা পৌর মেয়রের দেয়া প্রস্তাবকে নাচখ করে সালিশি বৈঠক ভঙ্গ করে দেয়।এ ঘটনায় পৌর মেয়র লজ্জায় ও তিরস্কার করে ওই বাড়ি থেকে চলে যান।চলে যাওয়ার পরেই চাচাত ভাই বিবাদী মোস্তফার সাথে চাচাত ভাইয়ের স্ত্রী বাদী হাজেরা আক্তারের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মোস্তফা,তার বড় ভাই মুনসের ও তার স্ত্রী দেলোয়ারা,মেয়ে লতা আক্তার ও তাহমিনা সুলতানা নিশা ৫জন মিলে চাচাত ভাই শাহজাহান,মেয়ে সেলিনা বেগম,ভাবী হাজেরা ও ছেলে সাব্বিরকে লাঠি দিয়ে এলোপাতারি পিটিয়ে আহত করে।এ হামলায় অপর পক্ষের মোস্তফাও আহত হন।স্থানীয়রা আহতদের আর্তচিৎকারে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত সেলিনার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসাার জন্য চিকিৎসকরা ঢাকায় প্রেরন করেন। এ বিষয়ে আহত সেলিনা বেগম জানান তার দেবর মোস্তফা সহ তার বড় ভাবি ও তার মেয়েরা মিলে তাদেরকে মারাত্বকভাবে পিটিয়েছে আর এ ঘটনার জন্য আমার চাচা শশুরের বড় ছেলে আব্দুল জলিল দায়ী। তবে এ ব্যাপারে দোহার থানা ওসি(তদন্ত )ইয়াসিন মুন্সি বলেন, চাচাত ভাইদের পারিবারিক জমি-জমা নিয়ে সালিশ চলছিলো।উভয় পক্ষ উত্তেজিত হয়ে একে অপরের প্রতি হামলা চালিয়ে মোট ৬জন আহত হন।উভয় পক্ষ থানায় অভিযোগ করা দায়ের করেছে। বিষয়টি দোহার পৌর মেয়রও অবগত আছেন বিধায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment