ছাতকে দু’পক্ষের সংঘর্ষ আহত ১০

হাবিবুর রহমান নাসির ছাতক,সুনামগঞ্জ প্রতিনিধিঃ

ছাতকে ফসলী জমির সীমানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ১০ব্যক্তি হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি-সদুখালি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বানিকান্দি গ্রামের মৃত ওয়াছিদ উলাহর পুত্র অব্দুল মনাফ ও মৃত সাহিদ উলাহর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নানের মধ্যে দীর্ঘদিন থেকে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। রোববার সকালে আব্দুল মনাফের লোকজন বিরোধকৃত জায়গায় ধানের চারা রোপন করতে গেলে দু’পক্ষের লোকজন সংর্ঘষে লিপ্ত হয়। প্রায় আধঘন্টা ব্যাপী সংঘর্ষে আব্দুল মনাফ(৫০), দিলাল মিয়া(৩৫), ওয়ারিদ মিয়া(৩৮), জাকির মিয়া(২২), আব্দুল হান্নান (৬০), রুবেল মিয়া (২৫)সহ অন্তত ১০ ব্যক্তি আহত হয়। আহতদের কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment