পোস্টারেই চমক দেখালেন শাকিব | দৈনিক আগামীর সময়

পোস্টারেই চমক দেখালেন শাকিব | দৈনিক আগামীর সময়
‘ক্যাপ্টেন খান’ ছবির পোস্টার প্রকাশ হয়েছে। পোস্টারটি নিয়ে ইতিমধ্যে উৎসাহ দেখা দিয়েছে শাকিব ভক্তদের।
ছবিতে দেখা যাচ্ছে, গোঁফওয়ালা চার নারীর সঙ্গে বসে আছেন শাকিব খান। তার গায়ে কমলা রঙের গেঞ্জির সঙ্গে পরা বোতাম খোলা হলুদ শার্ট, গলায় লাল-কালো রঙের রুমাল প্যাঁচানো, পরনে কালো রঙের হাফপ্যান্ট। সেই সঙ্গে মিলিয়ে পায়ে কালো রঙের জুতা। চোখে রোদচশমা।
এই পোস্টার দেখে দর্শকরা বুঝতে পারছেন না ‘ক্যাপ্টেন খান’ ছবিতে কীভাবে বা কী রূপে দেখা যাবে শাকিবকে। আর সে জন্য অপেক্ষা করতে হবে আরো কয়েকটা দিন। ছবিটি এবারের ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। তবে প্রকাশিত পোস্টারে কোথাও তাঁকে খুঁজে পাওয়া যায়নি।
ছবিটি শাপলা মিডিয়া প্রযোজনা করেছে। এতে আরো অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment