‘মুক্ত করো শরীর,মুক্ত করো মন’

বলা হয় কলকাতার সিনেপাড়ায় ‘এক বিদ্রোহের’ নাম স্বস্তিকা মুখার্জি। তাঁর চুলের স্টাইল, কথাবার্তার ঢং, খোলামেলা কথাবার্তা আর সাহসী চরিত্রে অভিনয়ের জন্য নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন তিনি। ভারতের স্বাধীনতা দিবসে এ অভিনেত্রী বলেছেন,শরীর ও মনকে মুক্ত করতে।

গতকাল বুধবার ছিল ভারতের স্বাধীনতা দিবস। দিনটি উপলক্ষে টালিউড-বলিউডের অনেকেই তাদের চিন্তাচেতনার কথা বলেছেন। ভক্তদের উদ্দেশে বলেছেন স্বস্তিকাও। খবর টাইমস অব ইন্ডিয়ার।

স্বস্তিকা বলেন, ‘তুমি তুমিই হও আর তা হতে ভেতর থেকে স্বাধীনতা অনুভব করো। এটা সহজ নয়। লড়াই শেষ হবে না,কারণ অপরকে সন্তুষ্ট করাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন তুমি এ সহজ পথ বেছে নেবে?’

স্বস্তিকা জানেন,বিশ্বাস করেন নিজেকে মুক্ত করতে না পারলে সব অর্জন বৃথা। তাঁর পরামর্শ, ‘নিজেকে মুক্ত করো। এটা তোমার শরীর,তোমার মন,তোমার পথ।’

স্বস্তিকা সবাইকে জানিয়ে দিলেন,প্রত্যেকেই যেন তাঁর নিজস্বতাকে হারিয়ে না ফেলে। জনতুষ্টির জন্য যেন নিজের সত্তাকে বিসর্জন না দেয় কেউ। সংগ্রাম ছাড়া এ পর্যায়ে এসেছেন স্বস্তিকা, তা কি কেউ বলতে পারবেন?

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment