দাকোপে বৃক্ষ মেলা’র শুভ উদ্বোধন

পাপ্পু সাহা দাকোপ, খুলনাঃ-

খুলনা জেলার দাকোপ উপজেলায় শনিবার (১৮ আগষ্ট) সকাল ১০টার দিকে ফলদ বৃক্ষ মেলা’র শুভ উদ্বোধন করা হয়েছে। “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি যোগাবে নতুনমাত্রা” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে উপজেলা পরিষদ মিলনায়তনে বৃক্ষ মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে সভার প্রধান অতিথি খুলনা-১ আসনের সাংসদ পঞ্চানন বিশ্বাস ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করে স্টল পরিদর্শন করেন। এতে অংশগ্রহণ করেন কৃষক, স্কুল কলেজের শিক্ষার্থী, জিও-এনজিও’র প্রতিনিধিসহ সকল শ্রেণি পেশার মানুষ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মারুফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসেন, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার। সভায় বক্তব্য করেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোছাদ্দেক হোসেন, চালনা পৌরমেয়র সনত কুমার বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, পঞ্চানন মন্ডল, জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শচীন্দ্রনাথ মন্ডল, উপজেলা সামাজিক বন কর্মকর্তা মো. মুজিবুর রহমান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা রিনা আকতার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment