বেনাপোল চেকপোষ্টে গুলিসহ পাচারকারী আটক

শহিদুল ইনলাম,বেনাপোল প্রতিনিধি।।

যশোরের বেনাপোল চেকপোষ্টে বিস্কুটের প্যাকেটের ম‌ধ্যে ক‌রে গুলি পাচারের সময় খায়রুল নামে এক যুবককে আটক করে‌ছে
বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শুক্রবার সকাল ১০ টার সময় চেকপোষ্ট নোম্যান্সল্যান্ড এলাকা থেকে তাকে আটক করে বি‌জি‌বি সদস্যরা।আটক খায়রুল বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের পিয় মোড়লের ছেলে।

৪৯-বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার হারাধন জানান, আটক খায়রুল একটি বিস্কুটের প্যাকেট হা‌তে নিয়ে ওপারে পেট্রাপোল সীমান্তে ‌পে‌ৗঁ‌ছে দেওয়ার উদ্দে‌শ্যে  যাওয়ার সময় তার গ‌তি‌বি‌ধি সন্দেহজনক হওয়ায় তা‌কে আটক করা হয়। এসময় তার হাতে থাকা বিস্কুটের প্যাকেট খুলে তার ভিত‌রে দুটি গুলি পাওয়া যায় ।  আটক খায়রুলের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সৌপর্দ করা হয়েছে ব‌লে তি‌নি জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment