মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিকের ৭ বছরের জেল

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতার খবর সংগ্রহের সময় গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিককে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। খবর রয়টার্স ও এনডিটিভির

সোমবার এই রায় দেওয়া হয়। ইয়াঙ্গুনের উত্তরাঞ্চলের জেলা জজ ইয়ে লুইন তার রায়ে বলেন, রাষ্ট্রের গোপনীয়তা সংক্রান্ত আইন ভঙ্গের কারণে তাদের বিরুদ্ধে এই সাজা। দু’জনের প্রত্যেককে সাত বছর করে জেলে থাকতে হবে।

ওয়া লোন (৩২) ও কিয়াউ সোয়ে উ (২৮) নামের এই দুই রয়টার্সের সাংবাদিক গত বছরের ডিসেম্বর থেকে মিয়ানমারের কুখ্যাত ইনসেইন কারাগারে বন্দি আছেন। তারা দু’জনেই মিয়ানমারের নাগরিক।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রাখাইন রাজ্যে গত বছরের সেপ্টেম্বরে ১০ রোহিঙ্গা মুসলমানকে হত্যার ঘটনায় তথ্য সংগ্রহ করছিলেন বার্তা সংস্থা রয়টার্সের এই দুই সাংবাদিক। ওই সময় ইয়াঙ্গুনে নৈশভোজে আমন্ত্রণ জানিয়ে হাতে কিছু কাগজপত্র তুলে দেয় পুলিশ। নৈশভোজ শেষে তারা চলে যাওয়ার পর ওই এলাকায় অভিযানের বিষয় গোপন নথি থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।

এই দুই সাংবাদিকের বিরুদ্ধে রাষ্ট্রের গোপনীয়তা আইনে মামলা করা হয়েছে, যে আইনে সর্বোচ্চ সাজা ছিল ১৪ বছরের কারাদণ্ড।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment