আফগান বধে টাইগারদের প্রয়োজন ২৫৬ রান

আফগান বধে টাইগারদের প্রয়োজন ২৫৬ রান

১৪তম এশিয়া কাপের ষষ্ঠ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ২৫৫ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ২৫৬ রান।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় আবুধাবিতে শুরু হয় ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক আসগার আফগান।

ব্যাট হাতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শাহজাদ ও শহীদী। তবে জ্বলে উঠা শাহজাদকে  ফেরালেন সাকিব। ব্যক্তিগত ৩৭ রানে রনিকের ক্যাচ দিয়ে সাকিবের বলে ফেরেন তিনি। এরপর নিজের দ্বিতীয় উইকেট শিকার করেন সাকিব। অধিনায়ক আসগরকে বোল্ড করেন সাকিব। ৮ রানে ফেরেন তিনি।

এরপর ব্যক্তিগত ১৮ রানে সাকিবের বলে বোল্ড হয়ে ফেরেন সামিউল্লাহ শেনওয়ারী। অন্যদিকে জ্বলে উঠা হাশমতাউল্লাহ শহীদীকে ফেরান রুবেল হোসেন। ব্যক্তিগত ৫৮ রানে লিটনের ক্যাচে রুবেলের বলে ফেরেন শহীদী। এরপর আবারো উইকেটের দেখা পান সাকিব। ব্যক্তিগত ১০ রানেই সাকিবের বলে ফেরেন মোহাম্মদ নবী। শেষ পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩০ রান করে রশিদ খানরা।

অভিষেক ম্যাচে নেমেই দুই উইকেট নেন আবু হায়দার রনি এছাড়া রুবেল হোসেন নেন একটি উইকেট।

এর আগে ওয়ানডেতে পাঁচবার মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও বাংলাদেশ। যার মধ্যে আফগানদের বড় ব্যবধানে হারিয়েছে মাশরাফি বাহিনী। তবে দুই বার জয় পেয়েছে রশিদ খানরা। এর মধ্যে আফগানদের দুটি জয়ই বাংলাদেশের ঘরের মাঠে। একটি এশিয়া কাপে ৩২ রানের জয়। অপরটি ২ উইকেটের দ্বি-পাক্ষিক সিরিজে।

তবে চলতি এশিয়া কাপে দুই দলই জয় দিয়ে শুরু করেছে। এছাড়া বিভিন্ন দলের বিপক্ষে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে বাংলাদেশ ৪টিতেই জয় পেয়েছে। আর আফগানিস্তান ৩টিতে।

বাংলাদেশ একাদশ
মাশরাফি বিন মর্তুজা (অধিয়ানায়ক), আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস (উইকেটরক্ষক), রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান মিরাজ, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন।

আফগানিস্তান একাদশ
মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), ইহসানুল্লাহ জানাত, রহমত শাহ, আসগার আফগান(অধিনায়ক), হাসমাতুল্লাহ শাহিদি, সামিউল্লাহ শেনওয়ারি, মোহাম্মদ নবী, গুলবদিন নায়িব, রশিদ খান, আফতাব আলম, মুজিব উর রহমান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment