বঙ্গবন্ধু কন্যা আমার রাজনৈতিক জীবনের সুপ্ত ইচ্ছা পূরণ করেছেন – জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেছেন, মহান আল্লাহ’র ইচ্ছায় আমার দিন বদলেছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনের সুপ্ত ইচ্ছা পূরণ করেছেন। তার অর্পিত দায়িত্ব আমি নিষ্ঠার সাথে পালন করবো। শনিবার বিকালে ঢাকার দোহার পৌরসভার ইউসুফপুর, লস্করকান্দা ও রসুলপুর গ্রামবাসীর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মো. মাহবুবুর রহমান বলেন, বিগত সময়ে জনপ্রতিনিধিদের চোখে পড়েনি এমন রাস্তা-ঘাট, মন্দির, মসজিদ, কবরস্থানের উন্নয়ন করে ঢাকা জেলায় উন্নয়নের বিপ্লব ঘটাতে চাই। তিনি আরও বলেন, এক সময়ে এলাকার উন্নয়নের জন্য মন্ত্রী এমপিদের কাছে যেতাম। এখন ঢাকা জেলার ২২জন এমপি আমার কাছে উন্নয়ন প্রকল্প চেয়ে পাঠান। সবই উপরওলার ইচ্ছা। গ্রামের মুরব্বি পিয়ার আলী মাদবরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দোহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, দপ্তর সম্পাদক আজাদ হোসেন খান, তৌহিদ চৌধূরী প্রমূখ। উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শাজাহান মোল্লা, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. মোতালেব, আওয়ামীলীগ নেতা- নূরইসলাম খোকন, মো. শাহাবউদ্দিন প্রমূখ। এর আগে তিনি শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দোহারের সুতারপাড়া ইউনিয়নের ৩টি সড়ক, পৌরসভার নূরপুর ক্রীড়াচক্রের ভবন নির্মান, পৌরসভার বটিয়া, লটাখোলা, ইউসুফপুর ৩টি সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। ছবির নাম দোহার পিক-২ : শনিবার দুপুরে ঢাকার দোহার পৌরসভার ইউসুফপুর বাজার হতে টেকো মেম্বারের বাড়ি পর্যন্ত আরসিসি দ্বারা রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান। ছবির নাম দোহার পিক-৩ : শনিবার বেলা ১২টায় ঢাকার দোহার পৌরসভার নূরপুর ক্রীড়াচক্রের ভবন নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment