জগন্নাথপুরে কৃষকদের বিভিন্ন  দাবি নিয়ে স্মারকলিপি প্রদান

মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
“হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন” জগন্নাথপুর উপজেলা কমিটির নেতৃবৃন্দ কৃষকদের দাবি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করেছেন। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওর পাড়ের কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে ২৫ শে সেপ্টেম্বর  মঙ্গলবার বিকালে “হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন” জগন্নাথপুর উপজেলা কমিটির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন। স্মারকলিপিতে উপজেলা কৃষি কার্যালয়ের শুন্য পদ পূরণ,শুধুমাত্র প্রকৃত কৃষকদের কৃষিকার্ড প্রদান,বোর ধান চাষী ছাড়া অন্য কৃষকদের খাদ্য গুদামে ধান বিক্রি করার সুযোগ বন্ধ করার দাবি উপস্হাপন করা হয়েছে।
স্মারকলিপি প্রদানকালে নেতৃত্ব দেন “হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক কলকলিয়া ইউনিয়নের তিন বারের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগ সুনামগঞ্জ জেলা শাখার সদস্য আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ও সদস্য সচিব অমিত দেব।  এসময় উপস্থিত ছিলেন,জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান    আলহাজ্ব মোঃ আব্দুল হাশিম, মীরপুর ইউনিয়নের চেয়ারম্যান জমির উদ্দিন,সৈয়দপুর- শাহারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া,প্রবীন সাংবাদিক বাবু শংকর রায়, মোঃ সানোয়ার হাসান সুনু প্রমুখ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment