চিরিরবন্দরে মানবাধিকার শিক্ষায় জনসচেতনতা

সোহাগ গাজী, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চিরিরবন্দর উপজেলা কমিটির আয়োজনে ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় গতকাল শনিবার সকাল ১০ টায় রাণীরবন্দর এইচ আর রেসিডেন্সিয়াল স্কুলে মানবাধিকার বিষয়ক র‌্যালী ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চিরিরবন্দর উপজেলা কমিটি সুজনের সদস্য-পিপিজি অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপত্বিতে প্রধান আলোচক দি হাঙ্গার প্রজেক্ট এর রংপুর বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী রাজেশ দে মাদক,যৌতুক,তালাক,দেনমহর,সম্পত্তিতে নারীর অধিকার, শিক্ষার্থীদের মোবাইল ফোনের অপব্যবহার,পারিবারিক সহিংসতা প্রতিরোধ নিয়ে আলোচনা করেন। সভা পরিচালনা করেন সুজনের উপজেলা কমিটির সভাপতি ও পিপিজির সদস্য এম ওবায়দুর রহমান। এ সময় অ্যাম্বাসেডর-পিপিজির নন্দন কুমার দাস, রাণীরবন্দর শান্তি সংঘ (রাশাস) এর প্রতিষ্ঠাতা ফজলুর রহমান,সুজনের সদস্য মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, খানসামা উপজেলার সুজনের সমন্বকারী নুরুল হকসহ শতাধিক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment