কুড়িগ্রামে ডিসেম্বরই শতভাগ বিদ্যুতায়ন

মমিনুল ইসলাম বাবু (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

১৪-০৯-১৮ শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত এই শ্লোগানে কুড়িগ্রাম জেলা শতভাগ বিদ্যুায়িত হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরেই। দারিদ্র পিড়িত এই জনপদের মানুষ সল্পমূল্যে বিদ্যুত পেয়ে খুশি। দালাল এবং প্রতারক চক্রের হাত থেকে সাধারণ গ্রাহককে সর্তক ও সাবধান থাকার আহবান কর্তৃপক্ষের। মমিনুল ইসলাম, বাবু পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।

———————-আপস—————–

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০২১সালে প্রতিটি ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেবার প্রতিশ্রুতি অনুযায়ী কুড়িগ্রাম জেলায় নতুন লাইন স্থাপন, সংযোগ প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। আর এসব কাজে ঠিকাদারের মাধ্যমে নতুন লাইন স্থাপন ও সংযোগ দেয়া হচ্ছে। সংশ্লিষ্ট বিদ্যুৎ সমিতির ঠিকাদার প্রতিনিধি, উপদেষ্টা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নতুন- নতুন সংযোগ প্রদানে পরিশ্রম করছে। আর এতে করে জেলার চলতি মাসেই কুড়িগ্রাম সদর এবং রাজারহাট উপজেলা শতভাগ বিদ্যুায়িত হতে যাচ্ছে। নতুন সংযোগ পেতে সাধারণ মানুষকে দিতে হচ্ছে জামানত ৪০০টাকা এবং সদস্য হতে ৫০টাকা দিতে হচ্ছে। ফলে স্বল্প মূল্যে নতুন সংযোগ পেয়ে খুশি অবহেলিত দেশের উত্তরের সীমান্ত বেষ্টিত জনপদের মানুষ। সরকারের নিয়মানুযায়ী প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুত সংযোগ পৌঁছে দেবার জন্য কাজ সংশ্লিষ্টরা। আর এজন্য সাধারণ গ্রাহকদের দালাল বা প্রতারক চক্রের নিকট হতে সাবধান থাকার জন্য মাইকিং, উঠান বৈঠকসহ সচেনতা করছে কর্তৃপক্ষ। ভক্সপপ-১-২ঃ র্দীঘ দিন হতে অন্ধকারে বসবাসকৃতরা বিদ্যুত পেয়ে খুবই খূশি। বয়স্করা শেষ সময়ে এসে আলোকিত হতে পেরে আনন্দে আতœহারা। প্রত্যন্ত এলাকায় বিদ্যুত পাওয়ায় সেচ কাজ, শিক্ষার্থীদের পড়াশুনাসহ বাড়ির গৃহিনীদের রান্নার কাজে এসে সফলতা। কুড়িগ্রাম পল্লী বিদ্যুত অফিস সূত্রে জানাযায়, জেলায় বিদ্যুত অন্তর্ভুক্ত গ্রামের সংখ্যা ১হাজার ৯৭৯টি। এরমধ্যে পুণাঙ্গ বিদ্যুায়িত গ্রাম প্রায় ৭শতাধিক। আংশিক বিদ্যুতায়িত গ্রাম এক হাজার। পল্লী বিদ্যুত সমিতির আওতায় কুড়িগ্রামে রয়েছে প্রায় ৫হাজার কি.মি. সংযোগ লাইনে গ্রাহক সংখ্যা রয়েছে প্রায় ৩লাখ। শতভাগ বিদ্যুতায়িত হলে গ্রাহক সংখ্যা দ্বাঁড়াবে প্রায় সোয়া ৪ লাখে। এজন্য বিদ্যুতহীন গ্রাম গুলোকে চলতি বছরের ডিসেম্বরই শতভাগ বিদ্যুতের আওতায় আনার কাজ করছে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুত সমিতি। সিংক-ঃ মো: জাকির হোসেন, ভারপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment