দ্বৈত নাগরিকত্বের অভিযোগে ৩ বাংলাদেশীকে বেনা‌পো‌লে হস্তান্তর

শহিদুল ইসলাম,বেনাপোল প্র‌তি‌নি‌ধি।।

ভারত-বাংলাদেশ দু’দেশের দ্বৈত নাগরিকত্বের অভিযোগে আটক তিন বাংলাদেশিকে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার দুপু‌রে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। আটকরা হলেন, কুমিল্লার লালমায় উপজেলার আলীশ্বর গ্রামের সুনীল সূত্রধরের স্ত্রী সেনেকা রানী (৩৫), সেনেকা রানীর মেয়ে সুমিতা রানী (১৫) ও ছেলে অপূর্ব (১১)। জানা যায়, ফেরত তিন বাংলাদেশী কয়েক মাস আগে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ভারতে যায়। পরবর্তীতে এই তিনজন সেখানে ভারতীয় পাসপোর্ট তৈরি করে গত ১১ সেপ্টেম্বর বাংলাদেশে আসে। বুধবার (৩ অক্টোবর) আবার তারা ওই ভারতীয় পাসপোর্টে দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে ফেরার চেষ্টা করে। এ সময় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে জানতে পারে এরা একইসঙ্গে দুই দেশের পাসপোর্ট ব্যবহার করছে যাতায়াত করছে। পরে তাদের আটক করে আইনি প্রক্রিয়ায় বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এসআই) হোসেন জানান, একটি সাধারণ ডায়েরি করে ফেরত আসা দ্বৈত তিন নাগরিককে বাংলাদেশে তাদের পরিবারের কাছে সোপর্দ করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment