জগন্নাথপুরে উন্নয়ন মেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত

 জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:: “উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ” স্লগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে সারা দেশের ন্যায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহ:বার সকাল ৯ টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সামন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা বৃন্দ সহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এক যোগে সারা দেশে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার শুভ উদ্বোধন করেন। “হাওরের মাছ হৃদয়ে গান,সরকারী সেবা আনে উন্নয়নের প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জগন্নাথপুর উপজেলার নিবার্হী অফিসার মাহ্ধসঢ়;ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে শিক্ষা অফিসার জয়নাল আবেদীনের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কোর্ট মসজিদের পেশ ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.ফারজানা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সামস উদ্দিন, কৃষি কর্মকর্তা শওকত উসমান মজুমদার। এ সময় আরো বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শংকর রায়, কৃষি ব্যাংক জগন্নাথপুর শাখার ম্যানেজার এমএম শহিদুল ইসলাম, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত ওসি নব কুমার দাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরুজ ইসলাম মুন্না প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মোখলেছুর রহমান,ত রথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জগন্নাথপুর উপজেলার সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী, উপজেলার একাডেমিক সুপার ভাইজার অরুপ সরকার, অফিস সহকারী ফয়সল চৌধুরী, থানার এসআই হাবিবুর রহমান, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, আব্দুল হাই, হুমায়ুন আহমদ, গোলাম সারোয়ার, জুয়েল আহমদ প্রমুখ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থী সহ সকল শ্রেণী পেশার মানুষ। আলোচনা সভা শেষে অতিথিরা ৩ দিন ব্যাপি উন্নয়ণ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উপজেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন সেক্টরের ৩৭টি স্টল অংশগ্রহন করে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment