সাভার ফিরিঙ্গীকান্দা গ্রামে এক কুমারী নারী ৫ মাসের গর্ভবতী

সাভার ফিরিঙ্গীকান্দা গ্রামে এক কুমারী নারী ৫ মাসের গর্ভবতী
মোহাম্মদ আব্দুস সালাম (রুবেল) সাভার প্রতিনিধি
সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়ম ফিরিঙ্গীকান্দা গ্রামের মৃত ফালান মিয়ার ১৬ বছরের মেয়ে ৫ মাসের গর্ভবতী বলে জানান অসহায় নারীর পরিবার।  ওই নারীর মা বলেন আমার মেয়ে মানসিক রোগী কয়েক বছর ধরে।
স্থানীয় গ্রামবাসী জানান ওই পরিবারটি গ্রামের অসহায় একটি পরিবার।  ফালান মিয়া গত ৬ বছর আগে মারা যায়।  ফালান মিয়ার স্ত্রী গ্রামের বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে ওই মানসিক রোগী মেয়েকে নিয়ে গ্রামে বসবাস করেন।
ওই নারীর মা তার পরিবার এর কাছে জানতে চাইলে বলেন ওদের বিচার আল্লাহ করবে যারা সর্বনাশ করেছে।
ভাকুর্তা ইউনিয়ন পরিষদ ৩ নং ওয়ার্ড মেম্বার  মুঠোফোনে বলেন ফিরিঙ্গীকান্দা গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তি এই অপকর্মের জন্য দায়ী। তিনি আরও বলেন গত কয়েকদিন আগে স্থানীয় হারুন নামের এক ব্যক্তি ওই নারীকে লাটি পিঠা করেছেন বলে জানান।
সাভার মডেল থানার উপপরিদর্শক সুজন হোসেন কে মুঠোফোনে বিষয়টি অবগতি করা হলে তিনি বলেন সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment