একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সালাম পিন্টু ও তাজুল ইসলামের ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন

 গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামী সাবেক এমপি আব্দুস সালাম পিন্টু ও তার কনিষ্ঠ ভ্রাতা মাওলানা তাজুল ইসলামের ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার স্থানীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন, একুশে গ্রেনেড হামলায় পঙ্গু এবং গোপালপুর উপজেলার নতুন শিমলাপাড়া গ্রামের বাসিন্দা মোল্লা আল আমীন পন্ডিত। লিখিত অভিযোগে তিনি জানান, ২০০১ সালে নির্বাচনের পর বিএনপির স্থানীয় সাংসদ ও শিল্প উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টুর নির্দেশে বিএনপি- জামায়াতের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার বাড়িঘর ভাংচুর ও লুট করে। তাকে অমানুষিক নির্যাতন করে হাতপা ভেঙ্গে দেয়া হয়। পরে তাকে এলাকা ছাড়া করা হয়। তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসা নেন। ২০০১ সালে একুশে আগস্ট মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় অংশ নিতে গিয়ে তিনি দ্বিতীয়বার গুরুত্বর আহত হন। তিনি এখন চলৎশক্তিবিহীন একজন মানুষ। আজ গ্রেনেড হামলার রায় হবে। তিনি মামলায় জড়িত সকল আসামীদের ফাঁসি দাবি করেন। এ সময় গোপালপুর ও ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment