আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বিএনপিকে চূড়ান্তভাবে পরাজিত করবে। জনগণের রায়েই সন্ত্রাস লালনকারী দল বিএনপির অস্তিত্ত্ব চূড়ান্তভাবে বিলীন হয়ে যাবে।’
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
একুশে আগস্টের গ্রেনেড হামলার রায়কে স্বাগত ও আদালতকে ধন্যবাদ জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘এই রায়ে আদালতের পর্যবেক্ষণেই উঠে এসেছে জাতিকে নেতৃত্বশূন্য করার জন্য গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এই পর্যবেক্ষণের সঙ্গে গোটা জাতি একমত পোষণ করে। বিএনপি একটি সন্ত্রাস লালনকারী রাজনৈতিক দল, এটা আজ স্বীকৃত ও প্রমাণিত হয়েছে। আগামী নির্বাচনে এই সন্ত্রাস লালনকারী দলের অস্তিত্ত্ব বিলীন হয়ে যাবে।’
তিনি বলেন, ‘ওই গ্রেনেড হামলার পর বিএনপি আরো তিন বছর ক্ষমতায় ছিল। তারা এই ঘটনার বিচার করেনি, তদন্ত করেনি। এদেশের জনগণ চেয়েছিল, এই বর্বর হত্যাকাণ্ডের বিচার হোক। সেই বিচার হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসিকতার সঙ্গে এই বিচারের ব্যবস্থা করেছেন। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ১৪ দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।’
এ সময় ওয়ার্কার্স পার্টির সভাপতি সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ে প্রমাণ হয়েছে বিএনপি একটি সন্ত্রাসনির্ভর ও জঙ্গিসংশ্লিষ্ট দল। এই হামলার ঘটনাকে সংগঠিত করতে গিয়ে বিএনপি রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে। এটি একটি অশনিসংকেত। এই ধারাকে পরাজিত করতে না পারলে রাজনীতি নিষ্কণ্টক হবে না।
জাতীয় ঐক্য প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসনির্ভর ও জঙ্গিসংশ্লিষ্ট দল বিএনপির সঙ্গে কারো ঐক্য হলে সেটা হবে জঙ্গি ও দুর্নীতিবাজদের ঐক্য। আগামী নির্বাচনে জনগণ এই বিএনপিকে চূড়ান্তভাবে পরাজিত করবে।
জাসদ সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায় প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে বিএনপি প্রমাণ করেছে তারা দল হিসেবে বদলায়নি। এই রায়ের মধ্য দিয়ে সত্য বেরিয়ে এসেছে। বিএনপির স্বরূপ উন্মোচন হয়েছে। জামায়াত যুদ্ধাপরাধীদের দল আর বিএনপি খুনিদের আশ্রয়-প্রশ্রয়কারী দল— সেটাও প্রমাণ হয়েছে।
তিনি বলেন, সব রাজনৈতিক দলকেই এই বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে। যারা জাতীয় ঐক্যের নামে বিএনপির সঙ্গে জোট করছে, তারা জাতির সঙ্গে বেঈমানি করছে।
এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে বৈঠকে ১৪ দল নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শরিফ নূরুল আম্বিয়া, দিলীপ বড়ুয়া, ডা. ওয়াজেদুল ইসলাম খান, এস কে সিকদার, রেজাউর রশীদ খান, ডা. শাহাদাৎ হোসেন, ইসমাইল হোসেন, আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।