নাটোর-১ আসনকে দুর্নীতি সন্ত্রাস ও মাদকমুক্ত গড়বো -আলহাজ্ব  আনিসুর রহমান

 মোহাম্মদ আব্দুস সালাম (রুবেল)

আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে নাটোর-১ আসনকে দুর্নীতি সন্ত্রাস ও মাদকমুক্ত গড়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের নৌকায় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আনিসুর রহমান। তিনি আজ (১৩ই অক্টোবর) দৈনিক আগামীর সময়কে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এ ঘোষণা দেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই, তাই আপনার মূল্যবান ভোটটি নৌকায় দিন। আসন্ন নির্বাচনে আমি নির্বাচিত হলে দেশের চলমান উন্নয়নকে ধারাবাহিকভাবে এগিয়ে নেয়ার লক্ষে দীর্ঘ পরিকল্পনা নেওয়া হবে। এসময় তিনি বলেন- আমি নাটোর – ১ আসনে বিজয়ি হলে সমগ্র এলাকায় দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করবোই। বিশেষ করে লালপুর বাগাতিপাড়ার সমস্ত এলাকা ভিক্ষুকমুক্ত করা হবে। বাংলাদেশের স্বাধীনতায় জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তাদের জীবন মান উন্নয়নের জন্য, এককথায় মুক্তিযুদ্ধাদের সকল বিষয়ে দৃষ্টিপাত রাখবো। সরকারি যেকোন নিয়োগ এলেই এলাকায় নিয়োগ বানিজ্যের দালালরা সক্রিয় হয়ে উঠে, আমি নির্বাচিত হলে এসব সিন্ডিকেট সম্পূর্ন নিষ্ক্রিয় করে আমার আসনে নিয়োগ বানিজ্য একেবারেই বন্ধ করা হবে। এলাকার বেকার সমস্যা দূরকরনে বিভিন্ন উন্নত প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে। কৃষকের ন্যায্য মূল্য পাওয়ার ব্যবস্থা করা হবে। কৃষিপন্ন সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করা হবে, এতে কৃষক উপকৃত হবে, এলাকার বহু বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। জনগণের দুর্ভোগ রোধে আমার আসনে শতভাগ বিদুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। আসন্ন নির্বাচনে আমি নির্বাচিত হলে নিয়মিত জনগনের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আমার সকল প্রতিশ্রুতি যথাযথভাবে রক্ষা করবো। আমার জনগন যদি কোন সমস্যার কথা বললে আমি তাতক্ষনিক সেই সমস্যা নিরসন করবো ইনশাআল্লাহ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment