সরকারের পতন ঘটানোর ক্ষমতা কারও নেই: হানিফ

সরকারের পতন ঘটানোর ক্ষমতা কারও নেই: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশবাসী দেখেছে, এ সরকারের পতন ঘটানোর জন্য বিএনপি পাঁচ বছর ধরে একই কথা বলে আসছে। বিএনপির তথাকথিত আন্দোলনের যদি শক্তি থাকত, তাহলে এই সরকার বহু আগেই বিদায় হয়ে যেত। যেহেতু এই সরকারের সঙ্গে দেশের জনগণ আছে, তাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে পতন ঘটানোর ক্ষমতা কারও নেই।

শনিবার কুষ্টিয়া শহরের মুসলিম হাই স্কুলে এক অভিভাবক সমাবেশে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বিএনপি দেশে-বিদেশে সন্ত্রাসী দল হিসেবে স্বীকৃতি লাভ করেছে। আর বাংলাদেশে সন্ত্রাসী কোনো দলের রাজনীতি করার নৈতিক অধিকার থাকতে পারে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক উজ জামানসহ অন্যরা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment