৭ বার সিরিজ সেরা হয়ে‌ সৌরভকে ছুঁলেন কোহলি

৭ বার সিরিজ সেরা হয়ে‌ সৌরভকে ছুঁলেন কোহলি

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে ভারত অধিনায়ক পেয়েছেন সিরিজ সেরার পুরষ্কার। এই নিয়ে সাতবার সিরিজ সেরার পুরষ্কার জিতে নিলেন বিরাট কোহলি।

ক্যারিবিয়ানদের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে টানা তিনটি ম্যাচে শতরান করেছিলেন বিরাট। রান করেছেন ৪৫৩। খুব স্বাভাবিকভাবেই বিরাট ছাড়া সিরিজ সেরা হিসেবে কারও কথা মাথাতেও আসেনি। রোহিত কাছাকাছি ছিলেন। তার ছিল সিরিজে দুটি শতরান।

ওয়ানডে ক্রিকেটে সাতবার সিরিজ সেরার পুরষ্কার জিতে বিরাট কোহলি ছুঁয়ে ফেললেন সৌরভ গাঙ্গুলি ও যুবরাজ সিংকে। বিরাট, সৌরভ, যুবরাজ ছাড়াও বিশ্ব ক্রিকেটে সাতবার সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন ভিভিয়ান রিচার্ডস, রিকি পন্টিং, হাসিম আমলা।

কোহলির আগে রয়েছেন তিনজন। শীর্ষে শচীন টেন্ডুলকার। ওয়ানডে ক্রিকেটে ১৫ বার সিরিজ সেরার পুরষ্কার জিতেছেন মাস্টার ব্লাস্টার। দুইয়ে আছেন সানাত জয়সুরিয়া। তিনি ১১ বার সিরিজ সেরার পুরষ্কার পেয়েছিলেন। ৯ বার সিরিজ সেরার পুরষ্কার জিতে তিনে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক। যুগ্মভাবে বিরাট, সৌরভরা রইলেন চারে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে বিরাট করেছিলেন ১৮৪। এরপর ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে বিরাট করেন ১৪০, ১৫৭ ও ১০৭। শেষ ম্যাচেও অপরাজিত ছিলেন ৩৩ রানে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment