নাসিরনগর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মুক্তপনে উদ্ধার।

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর.ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ দিয়ে মলম পার্টির হাত থেকে নাসিরনগর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি মুক্তি পেয়েছে বলে জানা গেছে। অপহরণের ৮ ঘন্টা পর জেলার কাউতলি এলাকায় সিএজি করে তাকে নামিয়ে দেয়া হয়। অপহৃত যুবলীগ সভাপতি মোঃ অবিদ খাঁ নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম পাড়ার মৃত আব্দুর রউফের ছেলে। অপহৃত মোঃ অবিদ খানঁ নাসিরনগর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি। রাজনীতির পাশাপাশি তিনি একজন ব্যবসায়ূী। ৩রা নভেম্বর ২০১৮ রোজ: শনিবার বিকেল ৪ ঘটিকার সময় ব্যবসার কাজে নাসিরনগর কলেজ মোড় হতে ব্রাহ্মণবাড়িয়ার উদ্যেশ্যে রওয়ানা দেন। সরাইল বিশ্বরোডে যাওয়ার পর সিএনজি হতে নেমে জেলার কাউতলি যাওয়ার জন্য অন্য একটি সিএনজির কাছে গিয়ে জিজ্ঞেস করেন কাউতলি যাবে কিনা। তখন সিএনজি ড্রাইভার সাথে সাথে তাকে সিএনজিতে উঠতে বলেন। সিএনজিতে উঠার কিছুক্ষন পর আর সে কিছু বলতে পারেনি। প্রায় ২ ঘন্টা পর জ্ঞান ফিরে দেখতে পান একটি নির্জন কক্ষে তাকে আটক করা হয়েছে। পাশে ধারালো দেশিয় অস্ত্র নিয়ে পাচঁ/ছয়জনের একটি দল দাড়োনো পরে তাদের দলপতি মুখোশ পড়া অবস্থায় তার সামনে এসে বলেন ২ লাক্ষ টাকা বাড়ি হতে আনতে হবে। টাকা আনতে না পারলে তোকে কেটে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দিব। অবিদের হাতে থাকা মোবাইল ফোন হতে তার স্ত্রী ও পরিবারের নাম্বার বের করে ফোন দেয়া হয়। পরে ২ লাক্ষ টাকা দিতে অস্বীকৃতি জানালে ১০ হাজার টাকায় রফাদফা হয়। পরে ১০ হাজার টাকা বিকাশে দিয়ে সে মুক্তি পায়। তার চোখ বেধেঁ কাউতলির চৌ রাস্তার মোড়ে রেখে যায়। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমানের কাছে যুবলীগ সভাপতির অপহরণের কথা জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোন অভিযোগ করেনি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment