নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে ঐক্যফ্রন্ট

নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বৈঠকটি শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদাসহ অপর চার কমিশনার— মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী বৈঠকে উপস্থিত আছেন। এছাড়া নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদও উপস্থিত আছেন বৈঠকে।

জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষে জেএসডি সভাপতি আসম আবদুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় প্রমুখ উপস্থিত আছেন বৈঠকে।

গত বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ক্ষমতাসীন জোটের নেতাদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের সংলাপ অনুষ্ঠিত হয়। ওই সংলাপের পর সংলাপের বিষয়টি উল্লেখ করে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়, যে চিঠিতে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানানো হয়।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment