সংলাপের ফল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে

সংলাপের ফল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের ফলাফল জানাতে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘সংলাপের রেজাল্টতো মানুষকে জানাতে হবে। আর তা প্রকাশ করা হবে সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে। আগামী আগামী ৮ অথবা ৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংবাদ সম্মেলন করবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার সারাংশ তৈরি করতে তিনজনকে দায়িত্ব দেয়া হয়েছে। তারা এগুলো প্রস্তুত করছেন। আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে আলোচনার ফলাফল বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানাবেন।’

তিনি বলেন, ‘সংলাপে কী দাঁড়াল, তা পরিষ্কার করা হবে। এতোগুলো দলের সঙ্গে সংলাপ হচ্ছে, সে বিষয়ে সরকার সিদ্ধান্ত জানাবে না, তা হয় না। যে যা বক্তব্য দিয়েছেন, তা কম্পাইল করা হচ্ছে।’

সংলাপে অংশ নেয়া দলগুলোর দাবি কতটুকু মেনে নেয়া হবে— এমন প্রশ্নের জাবাবে মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে আমরা দু’তিনটি দাবি মেনে নিয়েছি। আলোচনার ‘ওয়ার্নিং এ স্পিস’- এ আমরা কোন কোন বিষয়ে ঐক্যমত হতে পারি, তা প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনেই স্পষ্ট করবেন।’

তিনি বলেন, ‘সংলাপে অংশগ্রহণকারীদের আমরা বলেছি— এই এই বিষয়ে দাবি মানতে আমাদের কোনো আপত্তি নেই। কিছু কিছু বিষয় আছে, তা নির্বাচন কমিশনের। যেমন: বিদেশি পর্যবেক্ষক। এ বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, এখানে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment