ইয়াবাসহ আটক তারা

ইয়াবাসহ আটক তারা

মাগুরায় ৫৫০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন- মাহমুদ হাসান ও রাবেয়া বেগম।

সোমবার সকালে শহরের দোয়ারপাড় এলাকার একটি ভাড়াবাসা থেকে সদর থানা পুলিশ তাদের আটক করে।

সদর থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ শহরের দোয়ারপাড় এলাকায় মাহমুদ হাসান নামে এক ব্যক্তির ভাড়া বাসায় অভিযান চালায়। এ সময় পুলিশ ওই বাসা থেকে মাহমুদ হাসান ও তার ভাবি পরিচয়দানকারী রাবেয়া বেগমের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে  ইয়াবা রাখার দায়ে পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

ওসি আরও জানান, মাহমদু হাসান সদরের কুকনা গ্রামের আক্কাস শেখের ছেলে ও  রাবেয়া শ্রীপুর উপজেলার বড়ালিদহ গ্রামের প্রাবাসী নবুয়ত শেখের স্ত্রী।

তিনি বলেন, আটক মাহমুদ ও রাবেয়া দীর্ঘদিন ধরে সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, চাঁদাবাজী ও মাদকব্যবসা করে আসছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment