পাঁচশ ইয়াবাসহ মা-মেয়ে আটক

পাঁচশ ইয়াবাসহ মা-মেয়ে আটক

মাগুরা শহরে কলেজ পাড়ার একটি বাড়ি থেকে ৫০০ ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাতে অভিযান চলিয়ে তাদের আটক করা হয়।

শহরের নতুন বাজার থেকে ৩০ পিস ইয়াবাসহ আটক এক যুবকের দেওয়া তথ্যর সূত্র ধরে ওই বাড়িতে অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ।

মাগুরা থানার পরিদর্শক (অপারেশন) সাইদুর রহমান বলেন, বুধবার রাতে শহরের নতুন বাজার থেকে পুলিশ মোসাদ্দেক নামে এক যুবককে ৩০ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যর সূত্র ধরে রাত ১২টার দিকে কলেজ পাড়ায় মোকলেছুর রহমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়িতে থাকা মোকলেছুর রহমানের স্ত্রী মনিরা বেগম (৩৮) ও তার মেয়ে ফরিয়া তাববাসুম মুক্তি (১৮) এর কাছ থেকে পুলিশ আরো ৫০০ পিস ইয়াবা উদ্ধার করে।

তিনি আরও বলেন, পুলিশ মা-মেয়েকে আটক করেছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের কাছে স্বীকার করেছে। মা-মেয়েসহ আটক তিনজনের নামে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment