বাগেরহাটে কৃষি সচিবের ব্রি-ধান ৭৬ ধানের মাঠ পরিদর্শন

এস.এম. সাইফুল ইসলাম কবির, সিনিয়র করেসপন্ডেন্ট.বাগেরহাট অফিস:

 

বাগেরহাটের মোরেলগঞ্জে আধুনিক উফসী হিসেবে খ্যাত ব্রি-ধান ৭৬ ধানের মাঠ পরিদর্শন করেছেন কৃষি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো.নাসিরুজ্জামান।শনিবার বিকেলে উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের পাতাবাড়িয়া গ্রামের ব্রি-ধানের মাঠ পরিদর্শন উপলক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের ভারপ্রাপ্ত সচিব মো.নাসিরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. মেজবাহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভার শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের অতিরিক্ত উপ-পরিচালক কাজী আব্দুল মান্নান, বাগেরহাটের উপ-পরিচালক আবতাফ উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা দীপক কুমার রায়, বলইবুনিয়া ইউনিয়ন চেয়ারম্যান কেএম শাহজাহান আলী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খ.ম লুৎফর রহমান, প্রধান শিক্ষক আমীর হোসেন দুলাল প্রমুখ বক্তব্য রাখেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মেজবাহ আহমেদ, কৃষক কুদ্দুস হাওলদার ও আফরোজ হাওলাদার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment