দুর্ঘটনার কবলে সালমান খান, শ্যুটিং বন্ধ

সিনেমার শ্যুটিং’র সময়ে একটি স্ট্যান্টে অভিনয় করার সময়েই দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ভারতের পাঞ্জাবে ‘ভারত’ ছবির শ্যুটিং চলছিল। সেই সময়ে একটি স্ট্যান্ট করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, ইতিমধ্যে সালমান খানকে মুম্বাইতে নিয়ে আসা হয়েছে। তবে অভিনেতার কতটা আঘাত লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। আপাতত বন্ধ রাখা হয়েছে ছবির শ্যুটিং। ছবির পরের শিডিউলের শ্যুটিং হবে ইউরোপের মাল্টায়। ২০১৯ সালে মুক্তি পাবার কথা রয়েছে এই ছবিটির

প্রসঙ্গত, ‘ভারত’ ছবির শ্যুটিং শুরু হয় তিন মাস আগে। প্রথম শিডিউলের শ্যুটিং’র সময় দিশা পাটানিকেও দেখা গেছে। প্রিয়াঙ্কা চোপড়া সিনেমাটি থেকে সরে যাওয়ার পরে, ক্যাটরিনা কাইফকে সেই জায়গায় নেওয়া হয়েছে। ছবিটিতে দেখা যাবে জ্যাকি শ্রফ, টাবু, নোরা ফতেহি, বরুণ ধাওয়ানকেও।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment