বিশ্বকাপের আয়োজক হতে চায় স্পেন

বিশ্বকাপের আয়োজক হতে চায় স্পেন

২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার। ২০২৬ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপের আয়োজকও ঠিক হয়ে গেছে। যৌথভাবে আসরটি আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। খবর গোল ডটকমের

এরই মধ্যে ২০৩০ বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রস্তুতি নিয়ে রাখছে আগ্রহী অনেক দেশ। সেই তালিকায় আছে স্পেনও। তবে একা নয়, প্রতিবেশী মরক্কো আর পতুর্গালকে সঙ্গে নিয়ে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করতে চায় ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

স্পেন এর আগে পতুর্গালের সঙ্গে যৌথভাবে ২০১৮ বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল। কিন্তু বিডে (নিলাম) তাদের হারিয়ে আয়োজক হয়েছিল রাশিয়া।

২০১৮ বিশ্বকাপে অবশ্য খুব ভাল করতে পারেনি স্পেন। স্বাগতিকদের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্টের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল পিকে-রামোসদের।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment