নিজেকেই বিয়ে করলেন এক তরুণী!

মেধাবী ছাত্রী ‌লুলু জেমাইমা। বাড়ি উগান্ডায়। পড়াশুনো করেন কিন্তু অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। ৩২ বছরের এই যুবতী এমন এক কাণ্ড করেছেন, যার ফলে চোখ কপালে উঠেছে সকলের। নিজেই নিজেকে বিয়ে করেছেন লুলু!

শুধু মৌখিক নয়, লুলু বিয়ে করেছেন গির্জায় গিয়ে, সমস্ত রীতিনীতি মেনে। কেন এমন কাণ্ড করেছেন তিনি?‌ সেই ব্যাখ্যাও দিয়েছেন তিনি। লুলু বলেন, ‘‌আমার বাবা এবং মা আমাকে বিয়ে করার জন্য খুব চাপ দিচ্ছিল। আমার যখন ১৬ বছর বয়স, তখন আমার বাবা একটি কাগজে লিখে দেন বিয়ের আসরে আমার কী বলা উচিৎ। তারপরে থেকে আমার প্রতিবারের জন্মদিনে আমাকে একই কথা জিজ্ঞাসা করা হয় যে আমি কবে বিয়ে করব?‌ এদিকে আমি এখনও পড়াশুনো করতে চাই। বিয়ে করার কোনও ইচ্ছে আমার নেই।’‌

বিয়ে না করে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্যই এমন সিদ্ধান্ত লুলুর। নকল বিয়ের এই আসরে কনের মতো সেজেগুজে এসেছিলেন লুলু। পরে ছিলেন কনের সাদা গাউন। যাজকের সামনে বিয়ের শপথও নেন।

এই বিয়েতে লুলুর অনেক আত্মীয় এবং বন্ধু হাজির ছিলেন। কিন্তু যাঁদের চাপে পড়ে এই অভিনব পদক্ষেপ করলেন লুলু, সেই বাবা এবং মা উপস্থিত ছিলেন না।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment