ঢাকা-১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন সালমান এফ রহমান

ঢাকা-১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন সালমান এফ রহমান

একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল অনুযায়ী আজ মনোননয়ন পত্র জমা দেয়ার শেষ দিন। সকাল ১১টার দিকে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেন ঢাকা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। নবাবগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তিনি মনোনয়ন জমা দেয়ার পর সাংবাদিকদের কাছে বর্তমান সরকারের উন্নয়নের কথা তুলে ধরে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিক গ্রুপের এমডি নূর আলী, সাবেক সংসদ সদস্য সুবেদ আলী টিপু, আ’লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক লাবন্য ভূইয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল প্রমূখ।

এর আগে সালমান এফ রহমান সড়ক পথে নবাবগঞ্জ এলে শত শত নেতাকর্মী তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment