আত্রাইয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

 স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর আত্রাই উপজেলার পূর্ব দুর্গাপুরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ। নিহত গৃহবধূর নাম ফারজানা খাতুন (১৯)। তিনি উপজেলার পূর্ব দুর্গাপুর গ্রামের এরশাদ আলী মোল্লার স্ত্রী। আজ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন জানান, ফারজানা খাতুন বুধবার সন্ধ্যায় পরিবারের সবার অজান্তে নিজ শয়নকক্ষের তীরের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে পরিবারের লোকজন তাকে ডাকতে থাকে। সাড়া না পেয়ে দরজা খুলে দেখে সে তীরের সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে আছে। পরে পুলিশকে খবর দেয় পরিবারের লোকজন। বিষয়টি জানার পর পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment