মোস্তাফা কামরুল,
ঘটনাস্থল থেকে ফিরে ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের চাড়ালিয়াহাট বাজারে ৭ টি দোকান আগুনে ভষ্মিভূত হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মোহাম্মদ ওসমানের মুদির দোকান, মোহাম্মদ সাকিলের লাইব্রেরী এন্ড ষ্টেশনারী, শুভল নম’র মুদির দোকান, মোহাম্মদ এমদাদের বেকারী ও মুরগীর দোকান, আবু তাহেরের চায়ের দোকান, মোহাম্মদ শফিকের চায়ের দোকান ও শুনিল নম (ননাই)’র ষ্টেশনারী পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত চায়ের দোকানের মালিক শফিক বলেন, ইলেক্ট্রিক মিটার ও দোকানের চালায় আগুন জ্বলতে দেখতে পায়। খরব পেয়ে এলাকাবাসী ছুটে আসে, ততক্ষণে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। এলাকাবাসী চেষ্টা করেও আগুন নেভানো সম্ভব হয় নি। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ পুলক কান্তি সরকার বলেন, ‘অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনকরে আর্থিক সহযোগিতা প্রদান করেন ইউএনও মুশফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, লেলাং চেয়ারম্যান সরোয়ার উদ্দীন শাহীন, এমপি পুত্র তৈয়ুবল বশর মাইজভাণ্ডারী, নানুপুর চেয়ারম্যান বাবু