অানুষ্ঠা‌নিক ভাবে নির্বাচনী মা‌ঠে প্রচারনায় নাম‌লেন পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী

অানুষ্ঠা‌নিক ভাবে নির্বাচনী মা‌ঠে প্রচারনায় নাম‌লেন পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী

 সোহাগ গাজী – চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনে গতকাল ১০ ডি‌সেম্বর সোমবার প্র‌তিক বরা‌দ্দের পর প‌রেই অানুষ্ঠা‌নিক ভাবে নির্বাচনী প্রচারনায় মা‌ঠে নাম‌লেন পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী। গতকাল সোমবার রাতে খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন ও অাজ মঙ্গলবার চি‌রিরবন্দ‌রে বিকাল সা‌ড়ে ৪ টার দি‌কে অাওয়ামীলী‌গের পা‌র্টি অ‌ফি‌সে উপ‌জেলার ১২টি ইউ‌নিয়‌নের দলীয় নেতাকর্মীর হা‌তে অানুষ্ঠা‌নিক ভা‌বে নৌকা মার্কার পোষ্টার তু‌লে দেন পররাষ্ট্রমন্ত্রী অাবুল হাসান মাহমুদ অালী। এ সময় প্রধান অতিথি হিসাবে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, একমাত্র আমাদের সরকারই দেশের এতো উন্নয়ন করছে। যে সরকারের জনপ্রিয়তা কেমন তা আর মুখে বলতে হয় না। উন্নয়নের অপ্রতিরোধ্য এ অগ্রযাত্রা অব্যাহত রাখলে বাংলাদেশ খুব শীঘ্রই উন্নয়নের চড়ম শিখড়ে পৌঁছে যাবে। তাই ৩০ তারিখ সারাদিন উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আয়ুবুর রহমান শাহ্,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা প‌রিষ‌দের মহিলা ভাইস চেয়ারম্যান তরু বালা রায়,উপ‌জেলা আওয়মীলী‌গের সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দীন সরকার গোলাপ, ইসবপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু হায়দার লিটন, আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment