সুনামগঞ্জ-৩ আসনে নৌকার নির্বাচনী প্রচারনায় ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সদস্যরা দেশে আসছেন

 জগন্নাথপুর প্রতিনিধি:

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অর্থ ও পরিকল্পপনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের নির্বাচনী প্রচারনায় অংশ নিতে ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাসের ৪সদস্যের এক প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। সদস্যেদের বরন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পৌর শহরের লুদুরপুর গ্রামের কৃতি সন্তান মো: ইউনুছ মিয়া। প্রতিনিধি দলে রয়েছেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি লন্ডন মহানগর আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক লুদরপুর গ্রামের বাসিন্দা ইকবাল এম হোসাইন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সহ- সভাপতি ইসহাকপুর গ্রামের বাসিন্দা খান জয়নাল আবেদীন, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সাবেক ট্রেজারার এনায়েতনগর গ্রামের বাসিন্দা হাসনাত আহমদ চুনু, জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সম্মানীত ট্রাস্টী লুদরপুর গ্রামের বাসিন্দা আব্দুল হালিম। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি লন্ডন মহানগর আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ইকবাল এম হোসাইন সহ প্রতিনিধিদল জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থী এম এ মান্নানকে বিজয়ী করতে জনসাধারনের প্রতি আহবান জানান।##

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment