বগুড়ার শেরপুরে আওয়ামীলীগের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত

 শেরপুর(বগুড়া)প্রতিনিধি:

বগুড়ার শেরপুরের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে গত ২১ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের আওয়ামীলীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। অন্যান্যদের বক্তব্য রাখেন শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বিয়া, প্রফেসর সামস উল আলম জয়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড গোলাম ফারুক, সাইফুল বারী ডাবলু, এ্যাড, ইলিয়াস উদ্দিন মিন্টু, খানপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নুরে আলম সানি প্রমুখ। অপরদিকে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে নৌকা প্রতিকে ভোট চেয়ে প্রচারণা শেষে একই কর্মিসভায় থানা বিএনপি’র আহবায়ক জানে আলম খোকার ভাই জাহাঙ্গীর আলম কাজল, তার স্ত্রী সঞ্জীতা খাতুন, বোন নাজনীন পারভীন পলি বক্তব্য রাখেন। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment