দীপিকার নিজস্ব ওয়েবসাইট চালু

কিছুদিন ধরে বেশ রহস্য তৈরি করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। জন্মদিনের আগের দিন তিনি ঘোষণা করেছিলেন, খুব তাড়াতাড়ি একটি ভাল খবর দেবেন ভক্তদের। কী সেই ভাল খবর, তা নিয়ে হুমড়ি খেয়ে পড়েছিল নেটিজেনরা।

এবার সেই ভাল খবরের রহস্য ফাঁস করেছেন দীপিকা। নিজের নামে ব্যক্তিগত ওয়েবসাইট চালু করেছেন তিনি। যার ঠিকানা হচ্ছে; ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট দীপিকা পাড়ুকোন ডট কম (www.deepikapadukone.com)।

সামাজিক মাধ্যম টুইটারে নিজের অ্যাকাউন্টে তিনি একটি ছবি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি ওয়েবসাইটের ঠিকানা প্রকাশ করেছেন।

আগামী জন্মদিনে দীপিকা ভক্তদের কী উপহার দেবেন তা জানতে এবার এই ওয়েবসাইটে চোখ রাখতে হবে।

 

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment