সাময়িক বিরতিতে ক্রেমার

জিম্বাবুয়ে ক্রিকেট থেকে সাময়িক অবসর নিয়েছেন ৩২ বছর বয়সি তারকা গ্রায়েম ক্রেমার। পেশাগত দায়িত্ব পালনে স্ত্রীর ব্যস্ততায় সন্তানদের সময় দিতে চান এই ক্রিকেটার।

ক্রেমারের স্ত্রী মেরনা দুবাই ভিত্তিক প্রতিষ্ঠানে বিমান চালক হিসেবে কাজ করেন। ক্রেমার এতদিন হারারেতে অবস্থান করলেও সন্তানদের সময় দিতে সার্বক্ষণিক প্রয়োজন একজনকে। সেই শূন্যতা পূরণে পরিবারের সদস্যদের প্রতি মনযোগ দিতেই ক্রিকেট ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

ক্রেমার বলেন, ‘আমার স্ত্রী যেহেতু সব সময় বাইরে বাইরে থাকছে, তাই বাচ্চাদের দেখাশোনা করতে সারা দিনের একটা কাজ পেয়ে গেছি। যাদের নতুন পরিবেশে খাপ খাওয়াতে সহায়তা করতে হবে।’

সাময়িক সময়ের জন্য বিরতি নিলেও প্রিয় জিম্বাবুয়ে দলে আবারো ফেরার কথা জানিয়ে ক্রেমার বলেন, ‘আশা করছি এই বিরতি সাময়িক। তবে কে জানে ভবিষ্যৎ আমার জন্য কী রেখেছে? এই মুহূর্তে এতটুকুই বলতে পারি।’

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment