১ লাখ ২০ হাজার ইয়াবাসহ সিএনজি জব্দ

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। রবিবার (১৩ জানুয়ারি) ভোরে টেকনাফের সাবরাংয়ের আলীর ডেইল এলাকা থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।
ক্ষুদে বার্তায় টেকনাফ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আছাদুজ্জামান চৌধুরী জানান, রবিবার ভোরে সাবরাংয়ের আলীর ডেইল এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল বিজিবি। এসময় দূর থেকে চেকপোস্ট দেখে সিএনজি রেখে পালিয়ে যায় পাচারকারীরা। পরে একটি অটোরিকশা (সিএনজি) জব্দ করা হয়। সিএনজিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবা বড়িগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। আর সিএনজি শুল্ক গুদামে জমা দেওয়া হবে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment