নিউজিল্যান্ড সফরে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ২৪৭

নিউজিল্যান্ড সফরে ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ২৪৮ রান সংগ্রহ করেছে সফরকারী বাংলাদেশ।

লিনক্লোনে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামে মাশরাফি, সাকিব, তামিমবিহীন বাংলাদেশ। শুরুটা ভালো করতে পারেনি সফরকারী বাংলাদেশ। কারণ দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই বিদায় নেন লিটন দাশ, মুমিনুল হক, সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। এর ফলে দলীয় ৩১ রানেই ৪ উইকেট আউট। তবে পঞ্চম উইকেট জুটিতে হাল ধরেন দলের দুই সিনিয়র তারকা মুশফিক ও মাহমুদউল্লাহ।

১০৮ রানের জুটি গড়ে তারা বিচ্ছিন্ন হন। মুশফিক ৬১ বলে ৮টি চারের সাহায্যে ৬২ রান করেন। আর মাহমুদউল্লাহ আউট হওয়ার আগে ৮৮ বলে ১০টি চারের সাহায্যে ৭২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। শেষ দিকে সাব্বির ৪১ বলে ৬টি চারে ৪০ রানের ইনিংস খেললে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মত সংগ্রহ পায় লাল-সবুজরা। অবশেষে ৪৬.১ ওভারে ২৪৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের ছুড়ে দেওয়া টার্গেটের জবাবে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড একাদশ।

নিউজিল্যান্ড একাদশ:
জিত রাভাল (অধিনায়ক), এ ফ্লেচার, এসএম সোলিয়া, আর রবীন্দ্র, এফএইচ অ্যালেন, কে ডি ক্লার্ক, ডিএন ফিলিপস, এমডাব্লু চু (উইকেটরক্ষক), টিএফ ভ্যান ভোয়েরকম, এটিই হেজেলিন, আইজি ম্যাকপেক, জেএ ব্রাউন।

বাংলাদেশ:
লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), নাঈম হাসান, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মুমিনুল হক, শাদমান ইসলাম।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment