দোহারে বালু উত্তোলনের ড্রেজারের লোহার পাইপ পড়ে এক শিশুর মৃত্যু।

 মাহবুবুর রহমান টিপু,দোহার(ঢাকা)প্রতিনিধি:

দোহার উপজেলার মৈনট ঘাট এলাকায় বালু উত্তোলনের ড্রেজারের লোহার পাইপ পড়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।নিহত শিশুটির নাম সাপায়ান(৩)।সে উপজেলার নারায়নপুর গ্রামের মো.সিকান্দার মৃধার ছেলে। এ ঘটনায় দোহার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে অভিযুক্ত ড্রেজার ব্যবসায়ী হোসেন আলী ফকির ও শহীদকে আটকের নির্দেশ দিয়েছেন। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,গতকাল শুক্রবার বিকালে উপজেলার মৈনট ঘাট এলাকার নারায়নপুর গ্রামে পদ্মার নদীর তীরবর্তীস্থানে বালু তোলার উদ্দেশ্যে ড্রেজার মেশিনের একাধিক লোহার পাইপ এলোমেলোভাবে রাখেন ড্রেজার ব্যবসায়ী হোসেন আলী ফকির ও শহীদ।এ সময়ে উক্তস্থানে নারায়নপুর গ্রামের নিহত সাপায়ানসহ কয়েক শিশুরা খেলা করছিলো।খেলার সময়ে ধাক্কা লেগে হঠাৎ বড় বড় লোহার পাইপ সাপায়ন নামে শিশু ছেলেটির উপরে পড়লে মারাতœক আহত হন।রক্তাক্ত অবস্থায় শিশুটির পিতাসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।সংবাদ পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করেন এবং অভিযুক্ত ড্রেজার ব্যবসায়ী হোসেন আলী ফকির ও শহীদকে আটকের নির্দেশ দেন।এ রিপোট লেখা পর্যন্ত অভিযুক্ত কাউকেও পলিশ আটক করতে পারে নাই। এ বিষয়ে মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মো.তোফাজ্জল মুন্সি জানান,এই অঞ্চলে প্রভাবশালী সিন্ডিকেট হোসেন আলী ফকির ও শহীদ গংরা অবৈধভাবে পদ্মা নদীর তীরবর্তী এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিলো দীর্ঘদিন ধরে।বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনকে জানানোর পরও তারা নির্ভিগ্নে বালু উত্তোলন করে আসছিলো।আমরা এগুলো বন্ধের জন্য জোর দাবী জানাচ্ছি প্রশাসনের কাছে। এ বিষয়ে দোহার থানার সেকেন্ড অফিসার সমৈন মিত্র জানান, সংবাদ পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে এবং অভিযুক্ত ড্রেজার ব্যবসায়ী হোসেন আলী ফকির ও শহীদকে আটকের নির্দেশ দেওয়া হয়েছে।লোহার পাইপগুলি জব্দ করা হয়েছে। দোহার,ঢাকা।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment