মানুষ থেকে বানর হওয়া প্রাণীদের কী অবশিষ্ট আছে?

সাইদুর রহমান : অনেকের ধারণা, বর্তমানের বানর নাকি বনি ইসরাইলের কিছু মানুষ বানরে রুপান্তরিত হওয়ার পর অবশিষ্টাংশ। আজাব স্বরুপ বনি ইসরায়েলের একটি সম্প্রদায়কে শুকর ও বানরে পরিণত করা হয়েছিল। এ বিষয়ে হাদীসে এসেছে, সাপ হলো জ্বীনের বিকৃত আকৃতি। যেমন বনি ইসরাইল থেকে বানর ও শুকর পরিবর্তিত হয়েছিল। (তাবরানী,সি: সিহাহ, হাদীস নং ১৮২৪)

উক্ত হাদীসের অর্থ এই নয় যে, বর্তমান সকল সাপ জ্বীনের বিকৃত রুপ। এর অর্থ হলো, জ্বীন জাতির ভিতরে আকৃতি-বিকৃতির ঘটনা ঘটেছে। আর সে আকৃতি ছিল সাপের। যেমন বানি ইসরাইলের মধ্যে ঘটেছিল, এবং তাদেরকে বানর ও শুকরে পরিণত করা হয়েছিল।

তবে সেই বিকৃত জ্বীন ও বনি ইসরাইলের কোনো বংশধর বেঁচে নেই। কেননা হাদীসে এসেছে, নিশ্চয় আল্লাহ বিকৃত প্রাণীর কোনো বংশধর বা উত্তরসূির করেননি। তার পূর্বেও বানর ও শুকর বর্তমান ছিল। (আহমদ, মুসলিম, হাদীস নং ৬৯৪১)

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment