প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউজিল্যান্ডে দু’টি মসজিদে গুলি চালিয়ে অনেক লোক হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল শুক্রবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা অর্ডেনের কাছে পাঠানো এক শোক-বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে গুলিবর্ষণের ঘটনা জানতে পেরে আমরা গভীরভাবে মর্মাহত।’ তিনি বলেন, ‘আমরা এই নৃশংস সন্ত্রাসবাদের ঘটনার তীব্র নিন্দা জানাই।’ প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার দৃঢ় অঙ্গীকারে অবিচল এবং আমরা সব ধরনের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদের হুমকি নির্মূলে নিউজিল্যান্ডসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা ও কর্মতত্পরতা অব্যাহত রাখবে। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে এ ঘটনায় প্রাণহানিতে আন্তরিক সমবেদনা জানাই।’ তিনি আরো বলেন, আমরা নিউজিল্যান্ডের জনগণ ও সরকারের পাশে আছি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
জাতীয় পার্টি (জাপা): জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ হামলার নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেন, এটা ইতিহাসের অন্যতম বর্বর হামলা।
অর্থমন্ত্রী: অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে নিহতদের আত্মার শান্তি কামনা করেন তিনি। আইনমন্ত্রী: আইনমন্ত্রী আনিসুল হক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
১৪ দল: নিউজিল্যান্ডে হতাহতের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ১৪ দল। এক বিবৃতিতে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, নিউজিল্যান্ডের মতো একটি সভ্য দেশে এ ধরনের হামলা মেনে নেওয়া যায় না।
জাতীয় পার্টি-জেপির বিবৃতি: জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, এমপি এবং সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতিতে বলেছেন, আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। নিহতদের পরিবার-পরিজনের প্রতি আন্তরিক শোক জ্ঞাপন করছি। এই হামলা থেকে অতি অল্পের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের কয়েকজন সদস্য অক্ষত অবস্থায় বেঁচে যাওয়ায় পরম করুণাময় আল্লাহতায়ালার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন নেতৃবৃন্দ।
গণফোরাম: গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু এক বিবৃতিতে হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।
জাসদ: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এবং সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি শোক জানিয়ে এক বিবৃতিতে বলেন, এটা কাপুরুষোচিত জঘন্যতম হত্যাকাণ্ড।
ওয়ার্কার্স পার্টি: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা শোক জানিয়ে এক বিবৃতিতে তারা এই ঘৃণ্য হত্যা বন্ধের আহ্বান জানান।
আহমদ শফী: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ আহমদ শফী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, নামাজরত অবস্থায় এমন কাপুরুষোচিত হামলা মানুষ মেনে নিতে পারে না।