মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার ৮১

রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৮১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার মো. মাসুদুর রহমান একথা জানিয়েছেন।

মাসুদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতরা মাদক সেবন ও বিক্রির অভিযোগে অভিযুক্ত। ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৬৫৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ হাজার ৬৫ পুরিয়া হেরোইন ও ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের উপ কমিশনার।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment