২) নিউজিল্যান্ডে অল্পের জন্য বেঁচে যাওয়া মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ক্রিকেটারদের নেতিবাচক প্রভাব মাঠে পড়তে পারে বলে মনে করেন মনোবিজ্ঞানী ডা. মেখলা সরকার। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সহিংস ঘটনা প্রত্যক্ষ করার পর অনেকের মধ্যে কোনো উপসর্গ দেখা যায় না। কিন্তু কিছুদিন পরে নানান উপসর্গ দেখা যায়।
৩) ডা. মেখলা বলেন, মানসিক চাপ সহ্যের ক্ষমতা সবার সমান নয়। প্রত্যেকের ব্যক্তিত্বই আলাদা। ফলে কে কতদিনে পুরোপুরি মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে পারবে তা ব্যক্তিত্বের ওপর নির্ভরশীল।
৪) অল্পের জন্য বেঁচে যাওয়া ক্রিকেটারদের মানসিক সহায়তা দেয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে, এরকম একটি সহিংস ঘটনা প্রত্যক্ষ করার পর ক্রিকেটাররা মানসিকভাবে ধাক্কা খেয়েছেন। যদি কেউ তীব্রভাবে এফেক্টেড হয়, তাহলে খেলার মাঠে তার প্রভাব পড়তে পারে। মানসিক সহায়তার দরকার হতে পারে তাদের।
৫) ভয়াবহ ঘটনা প্রত্যক্ষ করার কারণে স্বাধারণত কী সমস্যা হয় জানতে চাইলে ডা. মেখলা বলেন, লিভিং অব আর্টে নানান অস্বাভাবিকতাসহ ঘুমের সমস্যা, অকারণে বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট হওয়া ইত্যাদি উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় মনে হতে পারে যে, এখনই বোধহয় মরে যাবো। এক্ষেত্রে আগে থেকেই যাদের চাপ সহ্যের ক্ষমতা কম বা মানসিকভাবে নাজুক, সে বেশি এফেক্টেড হবে, বললেন মনোবিজ্ঞানী মেখলা সরকার।
৬) তবে এটা জটিল কিছু নয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরণের সমস্যা দেখা দিলে মানসিক রোগ বিশেষজ্ঞের সহায়তা নিতে হবে।