ফেসবুক, গুগল ও টুইটারের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ ট্রাম্পের

২.রক্ষণশীলরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর পক্ষপাতমূলক আচরণের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং প্রযুক্তি কোম্পানিগুলো তাদের এমন আচরণ বন্ধে কোন পদক্ষেপও নিচ্ছে না বলে তিনি মঙ্গলবার অভিযোগ করেন। এনডিটিভি, স্ট্রেইট টাইমস

৩.ট্রাম্পের একজন কংগ্রেসনাল মিত্র টুইটারের বিরুদ্ধে রক্ষণশীলদের ব্যাপারে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে মামলা করার পর তিনি আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানিগুলোর কেন্দ্র সিলিকন ভ্যালির ওপর এক গাদা অভিযোগ উত্থাপন করেছেন। তবে প্রযুক্তি কোম্পানিগুলো রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

৪.রিপাবলিকান রিপ্রেজেন্টেটিভ ডেভিন নুনেস রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ এনে ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়ে টুইটারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

৫.ট্রাম্প বলেন, ফেসবুক, গুগল ও টুইটার সদা রক্ষণশীল রিপাবলিকানদের আক্রমণ করলেও বামপন্থী ডেমোক্রেটদের ওপর সুমিষ্ট আচরণ করে। তারা কখনো ‘দুর্নীতিগ্রস্ত’ গণমাধ্যমগুলোকেও খুঁজে পায় না বা তাদের উল্লেখ করে না।

৬.ট্রাম্প আরো বলেন, যেখানে রিপাবলিকান ও রক্ষণশীলদের উপস্থিতি থাকবে সেখানেই ফেসবুক ও টুইটারের বৈষম্যমূলক আরচণ থাকবে। ট্রাম্পের সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক পরিচালক ডান সাভিয়নের অ্যাকাউন্টও ফেসবুক ব্লক করে দিয়েছিলো বলে এক টুইট বার্তায় ট্রাম্প অভিযোগ করেন।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment