অক্ষয় কুমারের ‘কেশরী’ তে ২১-এর টুইস্ট

হলির দিন গেরুয়া রঙে সিনেমাপ্রেমীদের রাঙিয়ে ভারতজুড়ে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের নতুন ছবি ‘কেশরী’। তার এ ছবিতে অনেকটা কাকতালীয়ভাবেই আছে ২১ এর টুইস্ট।

১৮৯৭ সালে ‘সারগড়ীর যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এ ছবি মুক্তির প্রথমদিনেই বক্স অফিসে চমক দেখিয়ে ২১ কোটি রূপির ব্যবসা করেছে। এর আগে ছবিটির ট্রেলার যেদিন মুক্তি পেয়েছিল সে দিনটিও ছিল ২১ ফেব্রুয়ারি। ছবিটি মুক্তিও পায় ২১ মার্চ। এখানেই শেষ নয়, এ ছবির প্রেক্ষাপটে দেখা গেছে, আফগান ওরাকজাইদের বিরুদ্ধে লড়াই করছেন ২১ জন ভারতীয় শিখ সেনা।

১৮৯৭ সালের ওই যুদ্ধে ১ হাজার ওরাকজাই সেনার সঙ্গে লড়েছিল ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর মাত্র ২১ জন শিখ। ছবিতে এ শিখ দলের নেতৃত্বে অভিনয় করেছেন অক্ষয় কুমার। যুদ্ধটি হয়েছিল তৎকালীন খাইবার পাখতুনখাওয়া প্রদেশের তিরাহ উপত্যাকায়।

‘গোল্ড’-এর পর ‘কেশরী’ অক্ষয় কুমারের অন্যতম বিগেস্ট ওপেনিং ছবি। এ ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন রণবীরের ‘গল্লি বয়’-কেও ছাপিয়ে গেছে।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment