দ্বিগুণ সেচ মূল্য আদায়ের দায়েরাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৬ নলকূপ মালিকেরজরিমানা

স্টাফ রিপোর্টার, নওগাঁঃ

নওগাঁর রাণীনগরে চলতি ইরি-বোরো মৌসুমে কৃষকের কাছথেকে নির্ধারিত সেচ মূল্যের দ্বিগুণ টাকা আদায়ের দায়ে ভ্রাম্যমান আদালতে ৬ নলকূপমালিকের জরিমানা করা হয়েছে। গত বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের বিচারক ওউপজেলা নির্বাহী অফিসার আল-মামুন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েএকজনের ২ হাজার টাকা ও ৫ জনের ৩ হাজার টাকা করে মোট ১৭ হাজার টাকাজরিমানাসহ কৃষকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত টাকা ফেরত এবং নির্ধারিত সেচমূল্যের অতিরিক্ত টাকা কৃষকের কাছ থেকে কখনো আদায় করবেন না মর্মে ষ্ট্যাম্পেলিখিত অঙ্গিকারনামায় নলকূপের মালিকদের স্বাক্ষর নেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন,বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের রাণীনগর জোনের সহকারি প্রকৌশলী তিতুমীররহমান, রাণীনগর থানার প্রয়োজনীয় পুলিশ ফোর্স। ভ্রাম্যমান আদালত পরিচালনার ফলেদীর্ঘদিনের জিম্মিদশা থেকে কৃষকরা মুক্তি পেতে পারে বলে স্থানীয় চাষিরাজানিয়েছেন। দৃশ্যমান এমন আইনের প্রয়োগ অভিযুক্ত সব গুলো নলকূপে করলে এবছরইনির্ধারিত সেচ মূল্য বাস্তবায়ন, কৃষকের কাছ থেকে দ্বিগুণ সেচ মূল্য আদায় বন্ধ ওঅতিরিক্ত সেচ মূল্য ফেরৎ পেতে পারে বলে চাষিরা আশা প্রকাশ করেন। এছাড়াও কৃষকরাঅভিযোগ করে বলেন, ভ্রাম্যমান আদালত পরিচালনা করায় নলকূপ মালিকরা চাষিদের হুমকি-ধামকিসহ নানান কায়দায় বিভিন্ন অযুহাতে হয়রানি করছেন।জানা গেছে, রাণীনগর উপজেলায় কৃষকের কাছ থেকে মৌসুম শুরুতেই দ্বিগুণ সেচমূল্য আদায়ের বিষয় নিয়ে বিভিন্ন পত্রিকায় ধারাবাহিক বেশ কয়েকটি সংবাদ প্রকাশহলে উপজেলা সেচ কমিটি নড়েচড়ে বসে। এর প্রেক্ষিতে সেচ কমিটি জরুরী বৈঠকেরমাধ্যমে গত ৬ ফেব্রুয়ারী এলাকা ভেদে সর্বোচ্চ সেচ মূল্য ১৪০০ থেকে ১৫০০ টাকানির্ধারণ করেন। নির্ধারিত সেচ মূল্য মাঠ পর্যায়ের চাষিদের জানানোর জন্য উপজেলার ৮টি ইউনিয়নে মাইকিং সহ সেচ মূল্য তালিকা লিফলেট আকারে বিতরণ করা হয়। তারপরওগভীর নলকূপ মালিকরা দ্বিগুণ মূল্য হারে মোট টাকার বাকি অংশ আদায়ে চাষিদের নানানকায়দায় চাপ প্রয়োগ করছেন এমন অভিযোগের ভিত্তিতে সেচ কমিটি গত ২০ মার্চ ও২১ মার্চ নলকূপ মালিক ও অপারেটরদের নিয়ে বৈঠক করে নির্ধারিত সেচ মূল্য নেওয়ারনির্দেশ প্রদান করেন। এরপরও নলকূপ মালিকরা অতিরিক্ত পাওনা টাকা আদায়ের জন্যচাষিদেরকে চাপা প্রয়োগসহ নাজেহাল করার চেষ্টা করলে নিরুপায় হয়ে বিক্ষুদ্ধ চাষিরাপ্রশাসনকে জানান দিতে গত সোমবার উপজেলা পরিষদ চত্বর ও বরেন্দ্র অফিসে নানানশ্লোগানসহ বিক্ষোভ করেন। বরেন্দ্র’র রাণীনগর জোন’র সহকারি প্রকৌশলী তিতুমীররহমান নির্ধারিত সেচ মূল্য বাস্তবায়নে প্রয়োজনীয় দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের আশ্বাসদিলে চাষিরা তাদের বিক্ষোভ প্রত্যহার করে স্ব-স্ব এলাকায় চলে যান। এর প্রেক্ষিতে গতবুধবার ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে দ্বিগুণ সেচ মূল্য আদায়ের দায়ে উপজেলারসিম্বা, লোহাচূড়া ও দেউলা গ্রামের মাঠে স্থাপিত বরেন্দ্র’র আওতাধীন ৫ জন নলকূপমালিকের ৩ হাজার টাকা করে ও ব্যক্তি মালিকাধীন একজনের ২ হাজার টাকা জরিমানা করেন,উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো: আল মামুন জানান।এছাড়াও অতিরিক্ত টাকা কৃষকদের ফেরৎ সহ নির্ধারিত সেচ মূল্যর অতিরিক্ত টাকাকৃষকের কাছ থেকে কখনো আদায় করবেন না মর্মে ষ্ট্যাম্পে লিখিত অঙ্গিকারনামায়নলকূপের মালিকদের স্বাক্ষর নেওয়া হয়েছে বলে রাণীনগর বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষেরসহকারি প্রকৌশলী তিতুমীর রহমান জানান।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment