পবিত্র শবে মেরাজ আজ

আজ পবিত্র শবে মেরাজ। একে লাইলাতুল মেরাজও বলা হয়। ইসলাম ধর্ম মতে, এ রাতেই নবী মুহাম্মদ (সা.) বোরাকে আরোহণ করে ঊর্ধ্বাকাশে যান; দিদার লাভ করেন মহান প্রভুর। সেইসঙ্গে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই রজনী খুবই তাৎপর্যপূর্ণ।

মেরাজ ইসলামের ইতিহাসে এমনকি নবুওয়াতের ইতিহাসেও এক অবিস্মরণীয় ঘটনা। কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করেননি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের মুসলমানরাও আজ কোরআন তেলাওয়াত, নফল নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে পবিত্র শবে মেরাজ পালন করবেন।

গত ৯ মার্চ শনিবার থেকে ১৪৪০ হিজরির রজব মাস গণনা শুরু হয়। সেই হিসাব অনুযায়ী আজ রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

আপনি আরও পড়তে পারেন

Leave a Comment